চিঠি - সাদিয়া আফরিন

   


 

     




       চিঠি

         সাদিয়া আফরিন



অজানা মেঠোপথে ভয়ংকরভাবে আবিষ্কার করলাম
ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয়
আমার একাকিত্ব। 

কোন এক কাক ডাকা ভোরে, অল্প আলোর অন্ধকারে 
দিগন্তের ঘাসের ওপর শুয়ে তোমায় লিখেছিলাম
একটা চিঠি।

ঘাসের শিশিরবিন্দু ঠিক মনে রেখেছে আমায়।
তার ঘোষণা যেন ছুঁয়ে যায় আমার কল্পনা। বার বার মনে ফিরে তোমার শুন্যতা।

জানো প্রিয়, তোমার নামে লিখা চিঠিটি আজ 
খুব মন দিয়ে পড়েছেপদ্মফুল।পদ্মপাতা তার পাঠে
মুগ্ধ হয়েছে।

শুধু এক আকাশ স্বপ্ন নিয়ে পড়ে রইলাম আমি
শোনানো হলো না তোমার নামে লিখা চিঠিখানি
বিন্দু বিন্দু ভালোবাসায় গড়া সিন্ধু আজ
হয়েছে অশ্রু সিক্ত।

নেই কি এমন ডাক বাক্স যেথায় চিঠি দিলে পৌঁছাবে তোমার তরে।আমার লিখনী স্পর্শ করবে তুমি
ভেঙে যাবে অভিমান।

আজ মিষ্টি সকালটায় পাখিরা ঠিকই ডাকে
পেপার ওয়ালাও কলিং বেল দিয়ে দরজায় হাঁকে,
 সূর্যের মিষ্টি আলো আমার জানালা ভেদ করে ঠিক এসেছে।শুধু তুমি নিশ্চুপ। 

রয়ে গেলো তোমার নামে লিখা চিঠিটা আমার শখের
ডায়রির ভাঁজে।হয়তো একদিন হারিয়ে যাবে, সাথে
আমিও হারাবো।

---সমাপ্ত---

                       কবি পরিচিতি


  • মোসাঃ সাদিয়া আফরিন বিলকিস,
  • পিতা মোহাঃবাবুল ইসলাম,
  • মাতা মোসাঃসায়েরা খাতুন
  • গ্রামঃগঙ্গারাম্পুর
  • উপজেলাঃ শিবগঞ্জ 
  • জেলাঃচাঁপাইনবয়াবগঞ্জ 
  • ধর্মঃমুসলিম 
  • জাতীয়তাঃবাংলাদেশী
  • পেশাঃনার্সিং শিক্ষার্থী (১ম বর্ষ)