ব্যর্থ চেষ্টা - মোঃমরতুজ আলী
ব্যর্থ চেষ্টা
মোঃমরতুজ আলী
কষ্টতো থাকবেই,
চেষ্টাতো করতে হবেই,
সুখতো পাবেই।
পথ যতই দুর হউক,
এগুতে তো হবেই,
লক্ষ্য কিন্তু শেষ সীমানাই।
অলসতা তো থাকবেই,
চেষ্টায় থাকতে হবে অবিরতই,
সমাধানতো আসবেই।
হারজিততো আছেই,
লক্ষ্যের সঙ্গে লড়বেই,
জয় পরাজয়,
একটাতো নিশ্চিত পাবেই।
ভয় পাওয়ার কিছু নেই,
ভাগ্যেতো আছে সাথেই,
দুঃচিন্তা করে লাভ নেই।
তারপর ও যদি,
ভাগ্যে না হয় খন্ডন,
এটাইতো ব্যর্থ জীবন।
---সমাপ্ত---
কবি পরিচিতি
মোঃ মরতুজ আলী
পিতা মৃত লিবাছ আলী,মাতা আনোয়ার বেগম গ্ৰাম জলসুখা উপজেলা আজমিরীগঞ্জ জেলা হবিগঞ্জ। তিনি পেশায় একজন শিক্ষক, সাবেক সাংবাদিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির হবিগঞ্জ জেলা। এপর্যন্ত যৌথ কাব্য গ্ৰন্হ বিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে।
Join the conversation