পাক্ষিক প্রতিযোগিতার ফলাফল (নভেম্বর মাস ১ম পাক্ষিক)



 



প্রিয় সুধী 

     গৌর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গৌর সাহিত্য পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতায় ( নভেম্বর মাস ১ম পাক্ষিক ২০২৪ ইং ) অংশগ্রহণকারী সকল কবি/লেখক/লেখিকা/চিত্রশিল্পী/ আবৃত্তিকার তথা গুণীজনদেরকে গৌর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে "রবীন্দ্র মাইকেল,, বিশেষ অভিনন্দন পত্র দ্বারা অভিনন্দন জানানো যাইতেছে । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক গুণীজন আপনারা সবাই নিজ নিজ প্রতিভাকে অতি সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরেছেন । আপনাদের প্রত্যেকের সৃষ্টি বা প্রতিভা ই অসাধারণ, মনোমুগ্ধকর এবং যার যার বিষয়বস্তু এবং যার যার স্থানে সেই সেই ব্যক্তি অতি চমৎকার প্রতিভার পরিচয় দিয়েছেন । কারো সাথে কারো তুলনা অথবা ছোট বড় করে দেখার মত কোনো অবকাশ নেই । আমার বিশ্বাস ছিল যে , আপনারা সবাই খুব সুন্দর প্রদর্শন করবেন তার মধ্যে থেকে প্রথম , দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম,নবম, দশম নির্ণয় করা আমার পক্ষে সম্ভব নয় তাই পাঠকদের ভিউ এবং শেয়ারের উপর ভিত্তি করে এই ফলাফল ঘোষণা করছি। তবে নিরাশ হবার কিছুই নেই , আপনারা আজ যারা শীর্ষ ১০ জনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি আমার বিশ্বাস আপনারা পরবর্তী পাক্ষিক প্রতিযোগিতা গুলোতে অবশ্যই অন্তর্ভুক্ত হতে পারবেন ।  
নিচে ক্রমিক নং অনুসারে নামের তালিকা ঘোষণা করছি।




১.সংহতি সিংহ
২.শুক্লা অধিকারী
৩.ডঃ নিতাই মাইতি
৪.শংকর ব্রহ্ম
৫.স্বপন কুমার কর্মকার
৬.সাদিয়া আফরিন বিলকিস 
৭.মোঃ জাবেদ হোসেন ফাহাদ
৮.মারজানা বেগম মাজু 
৯.অরূপ সরকার
১০.অনুপম বিশ্বাস

 
















           



আপনাদের জন্য আমাদের এই " রবীন্দ্র মাইকেল,, অভিনন্দন পত্র।