লেখক এবং চিত্রশিল্পী স্বপন কুমার কর্মকার







 



               লেখক এবং চিত্রশিল্পী পরিচিতি 




আমি স্বপন কুমার কর্মকার, পুরুলিয়া জেলার ঝালদা পৌর সভা তথা মহকুমার বাসিন্দা
পিতা- অজিত কুমার কর্মকার (শিক্ষক),
মাতা- পুষ্পরানি কর্মকার (গৃহবধূ)।
১৪-ই এপ্রিল ১৯৬৮ সালে পৃথিবী- দর্শন ও ভারত মাতার অঙ্ক লাভা
শিক্ষাজীবন:
স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চশিক্ষার জন্য রানিগঞ্জের-টি,ডি,বি কলেজে ভর্তি হই। সেখান থেকেই স্নাতক পরে বাঁকুড়া খৃষ্টান কলেজ থেকে দূরশিক্ষায় বাংলা (অনার্স), সারদামণি কলেজ থেকে এম, এ (পরিবেশ বিদ্যা) পাঠরতা বর্তমানে কর্মরত শিক্ষকা
শিল্পী জীবন
ছেলেবেলা থেকেই শিল্পের প্রতি ছিল প্রগাঢ় অনুরাগা একেবারে ছেলেবেলায় চক্, খড়ি দিয়ে স্লেট মেজেতে খাতায় প্রচুর ছবি আঁকতাম। পাড়ার ক্রাফটম্যানদের কাজ মনযোগ সহকারে দেখতাম৷ স্কুল ছুটির পর মণ্ডপ ঘুরে-ঘুরে ঠাকুর দেখতাম এবং সেগুলি স্কেচ্ বুকে নিখুঁত ভাবে আঁকার চেষ্টা করতাম। পড়ার টেবিলে অংক-খাতার নিচে ছবি আঁকার খাতা রেখে লুকিয়ে ছবি আঁকতাম। ধরা পড়লে মায়ের কাছে ধমক খেতাম৷





মাটি দিয়ে মূর্তি গড়তাম। রং-তুলির অভাব মেটাতে চক্-খড়িমাটি, আলতা-সিন্দুর, ক্ল, কালি, ভূষাকালি, হলুদ, গাছের পাতা, পলাশ প্রভৃতি ব্যবহার করতাম। তুলি বানাতাম কাঠ বেড়ালি কিম্বা ছাগলের লেজের চুল দিয়ে। মামা সুধাংশু চন্দের কাছে শিল্প শিক্ষার হাতে খড়ি।তিনি আমার শিল্পগুরু, অনুপ্রেরণা।
তিনি বাঁকুড়ার শান্তিনিকেতন "অভিব্যক্তি "র প্রতিষ্ঠাতা উৎপল চক্রবর্তীর শিষ্য। মামার কাছ থেকে আমি ছবি আঁকার পাশাপাশি ধান দিয়ে চাঁদমালা, পাথর জুড়ে হাঁস, স্লেট, চক্, সাবান, মোম, থার্মকোল কেটে, বাঁশ ও বেল মালা দিয়ে নয়ণাভিরাম শিল্প কর্ম তৈরী করতে শিখেছি।



তাছাড়া পুরুলিয়ার ঐতিহ্যবাহী 'ছো' মুখোশ, বানানো, কাগজ-কাপড় দিয়ে টিয়া, ময়ূর, বাঘ প্রভৃতি বানাতেও সিদ্ধহস্ত। এর পাশাপাশি ব্যানার, সাইনবোর্ড, দেওয়াল লিখনে পটু। তবলা বাজাই, আবৃত্তি করি। বর্তমানে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করি, প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন করি। সব মিলিয়ে একজন শিল্প-সংস্কৃতি মনস্ক মানুষ।
স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চশিক্ষার জন্য রানিগঞ্জের-টি,ডি,বি কলেজে ভর্তি হই। সেখান থেকেই স্নাতক৷ পরে বাঁকুড়া খৃষ্টান কলেজ থেকে দূরশিক্ষায় বাংলা (অনার্স), সারদামণি কলেজ থেকে এম, এ (পরিবেশ বিদ্যা) পাঠরতা বর্তমানে কর্মরত শিক্ষকা



                          কর্মজীবন

এক সময় ঝালদা বি.ডি.ও অফিসে ক্ষুদ্র জল-বিভাজিকা প্রকল্পে বই লিখতাম (জিওগ্রাফার কাম আর্টিষ্ট) রূপো এল, আই,সি-র এজেন্ট ও ছিলাম। শিল্প-সংক্রান্ত বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় পৌর/ব্লক স্তরে, মহকুমা স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে আমি একাধিকবার পুরস্কৃত হয়েছি।জাতীয়/আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুতি নিচ্ছি।
মনের আনন্দে তবলা বাজাই, কবিতা পাঠ ও আবৃত্তি করি। কয়েকটি পত্র-পত্রিকায় লেখা লিখি করি। উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা লেখার পাশাপাশি প্রচ্ছদ ও ইলাস্টেশান বা অলঙ্করণ করে থাকি। সার্কেল/চক্র এবং জেলা স্তরে স্পোর্টসের সময় কাটআউট দিয়ে বিভিন্ন প্লেয়ারদের ছবি বানিয়ে মাঠ সাজাতাম, উদ্বোধনী হলে রঙ্গোলী দিয়ে আলপনা দিতাম। সব মিলিয়ে শিল্প-সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসি
বর্তমানে শিক্ষকতার পাশাপাশি শিল্প সংস্কৃতি সংক্রান্ত বিষয়ের বিচারকের দায়িত্বও পালন করছি, (যেমন নির্মল বিদ্যালয় পালন, যুব উৎসব, ব্যঙ্ক, এল.আই.সি. ক্লাব প্রভৃতি)।
নমস্কার৷



Mr.SWAPAN KUMAR KARMAKAR
 ANANDABAZAR (HIGH SCHOOL ROAD),
P.O.&P.S.-JHALDA.
DIST-PURULIA.
PIN-723202.
WEST BENGAL. INDIA.