লেখক শুভঙ্কর বৈদ্য


                            লেখক পরিচিতি


দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি অঞ্চলে হালদার পাড়া গ্রামের স্বপন বৈদ্য ও অলোকা বৈদ্য-র জ্যেষ্ঠ সন্তান শুভঙ্কর বৈদ্য। জন্ম - ২২ ফেব্রুয়ারি, ১৯৯৫। সহধর্মিণী - সংগীতা বৈদ্য। অনুজ - কবি দীপঙ্কর বৈদ্য।


শিক্ষাগত যোগ্যতা - বাংলায় সাম্মানিক স্নাতক, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি.এল.এড)।


পত্র-পত্রিকাঃ- ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। প্রথম কবিতা প্রকাশ - কলেজের 'ত্রিধারা' নামক দেয়াল পত্রিকায়। তারপর যথাক্রমে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ - 'আভাতি', 'ব-দ্বীপ বার্তা', 'ইদানীং কাছাকাছি', 'বসুধাবীথি', 'বৈশাখী', 'কথা হোক দু-এক কথায়', 'বনবর্তিকা', 'সাগ্নিক', 'ঋদ্ধি', 'উদ্গম', 'অতিক্রমণ', 'সাহিত্য সৈনিক', 'আলোর ফুলকি', 'সোনালি স্বপ্ন'। এবং 'কবিতার সময় কাল', 'বৈশ্বানস', 'বাসনাবিলাসী', 'নতুন আলোর দিশারী', 'আর জি কর এক অন্য জাগরণ' সংকলনে।  





সম্মাননাঃ- রেশম ঝাঁপি ও ব্লুমস্ প্রকাশনীর তরফ থেকে সম্মাননা প্রাপ্ত ২০২২ সালে। তেজস্বী সাহিত্য পত্রিকা স্মারক সম্মাননা ২০২৩ সালে। সোনারপুর বঙ্গ শিশুসাহিত্য অঙ্গন কর্তৃক 'কবিরত্ন স্মারক সম্মান' ২০২৩ সালে। ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনে চাম্পাহাটী বান্ধব সমিতি কর্তৃক 'শারদ সম্মান' ২০২৩ সালে। কুহুতান প্রকাশনী কর্তৃক 'লেখক সম্মান' ২০২৩ সালে। প্রতিভা সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কর্তৃক 'নজরুল স্মৃতি স্মারক সম্মান' ২০২৪ সালে। 'কবি গৌরীদেবী স্মৃতি সাহিত্য অভিজ্ঞানপত্র' ২০২৪ সালে। অন্নপূর্ণা পুস্তকালয় কর্তৃক 'কবি সম্মাননা' কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২০২৫ সালে। 'আলোর ফুলকি' পত্রিকাগোষ্ঠী তথা নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ কর্তৃক শিশু সাহিত্যিক শংসাপত্র ২০২৫ সালে।


প্রকাশিত ছড়াগ্রন্থঃ- 'এক্কা দোক্কা ছক্কা'(২০২৪)। 


প্রচ্ছদ শিল্পীঃ- সাহিত্যিক অংশুদেব, কবি ও অধ্যাপক ডক্টর সঞ্জীব রজক সহ অসংখ্য লেখকের বইয়ের প্রচ্ছদের কাজ করেছি।


শিশু সাহিত্য নিয়ে কাজ করতে ভালো লাগে। তাই শিশুদের উপযোগী ছড়া, কবিতা, গল্প, নাটক লিখে চলেছি।