না বলা কথা -- বর্ষা ঘোষ


 


                না বলা কথা
              বর্ষা ঘোষ 



দূরান্তের স্বপ্ন তুমি,
পারিনি জেলের কয়াদ ভেঙে যেতে 
দেখে চলেছি অনবরত আড়াল থেকে,
যঠোরের জ্বালায় জ্বলছি
নির্বাপিত হয়নি আজও ।
প্রত্যক স্মৃতি যেন প্রদিপের শিখা ,
উওপ্ত হয় প্রতি মুহূর্ত
প্রথম দেখা , প্রথম কথা,
সবই সংরক্ষিত আজ বদ্ধ মিউজিয়ামে      তোমার দেওয়া খাতার পাতায় প্রথম কালি,  
বড়ো ইতিহাস আজ।
চিঠিটা আজও খামে ভরা ।

                    <------সমাপ্ত-----> 

           কবি পরিচিতি           
 
বর্ষা ঘোষ 
পিতার নাম -বঙ্কুবিহারী ঘোষ
মাতার নাম - খুশি ঘোষ
ভাই - শুভজিৎ ঘোষ , কোশিগ্ৰাম ইউনিয়ন ইনস্টিটিউশন (উঃ মা) বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ।
বাড়ি- পূর্ব বর্ধমান জেলায় অন্তর্গত কাটোয়া থানা, *জাজিগ্ৰাম ।*
কোশিগ্ৰাম ইউনিয়ন ইনস্টিটিউশন (উঃ মা) বিদ্যালয়ে পাঠরত, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ।