আমাদের স্বাধীনতা-গোপেশ কুমার মন্ডল


আমাদের স্বাধীনতা

         গোপেশ কুমার মন্ডল 

     


চিরায়িত  প্রমাণিত
হিন্দুস্তানি কভু ছিল না ভীত । স্বাধীনতা সে তো, ছিল কাঙ্ক্ষিত 
করতে পারিনি তাই কেউ বঞ্চিত আজ মোরা স্বাধীন 
নেই পরাধীন কারো ই  অধীন ।
যুগ যুগ ধরে যারা লড়েছে  
ভারত মাতার তরে মরেছে
হয়তো বা  ইতিহাসে নেই সকলের নাম 
তাঁদের চরণে তবু জানাই প্রণাম।
মুক্তিকামীরা ছিল মহাসাধক 
টিকতে পারিনি তাই বিশ্বাসঘাতক ।
বন্ধুর বেশে যারা করেছিল ছল 
দেশটাকে লুটেপুটে পালিয়েছে শকুনের দল । 
তবুও যাইনি তো ভারতমাতা কভু হারিয়ে 
স্বমহিমায়  আজও আছে উঁচু শির  দাঁড়িয়ে। 
আমার কাছে মাগো, তুমিই সবচেয়ে প্রিয়   
আমি গর্বিত, আমি ভারতীয়।
জীবনে আর কিছু চাইবার নাই 
মরণের পরে শুধু দিও বুকে ঠাই ।
সন্তান হারিয়েছে কত পিতা-মাতা 
সন্মান হারিয়েছে কত নিপীড়িত নির্যাতিতা 
পরাজিত হয়নি তো তবু  অপরাজিতা 
ত্যাগ আর বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা।

----সমাপ্ত----