নমস্কার - গোপেশ কুমার মন্ডল
নমস্কার
গোপেশ কুমার মন্ডল
মাগো তুমি দশভুজা
ভেবেছি তোমায় করবো পুজা ।
অজ্ঞ আমি ,মূর্খ আমি বিদ্যা বুদ্ধি নাই
নয়ন জলে ভক্তি বলে তোমায় পূজিতে চাই ।
সাধ আছে সাধ্য নাই
তবুও মাগো চরণতলে দিও মোরে ঠাই।
মাতৃরূপে মমতাময়ী তুমি দুর্গা মা
সসীম বিশ্বে অসীম মাগো তোমার মহিমা।
শক্তিরূপে সনাতনী চন্ডমুণ্ডবিনাশিনী
ভদ্রকালী জলোদরী পরমেশ্বরী নারায়ণী ।
দুর্গে দুর্গে দুর্গা তুমি
রক্ষা করো মা বিশ্ব ভূমি ।
করজোড়ে তোমায় মাগো করি নমস্কার
ব্রহ্মাণ্ডে যা কিছু মা তোমার চমৎকার ।
<-----------সমাপ্ত-------->
Join the conversation