কোটা সংস্কার - গোপেশ কুমার মন্ডল

 



        কোটা সংস্কার

   গোপেশ কুমার মন্ডল


কোটার ক্ষোভে গোটা জাতি করছে আন্দোলন 
 কোটার জোরে আবার দেখি কিছু লোকের মিথ্যা আস্ফালন।
যোগ্য লোকের চাকরি নাই অযোগ্যদের ঠাই 
মুক্তিযোদ্ধা হলেই হবে যোগ্যতার আর দরকার নাই। 
মুক্তিযোদ্ধা ছিলেন যাঁরা সন্মান করি তাঁদের 
তাঁদের নামে সুযোগ সুবিধা ভাতা দিচ্ছে কাদের ?   
মুক্তিযোদ্ধার উত্তরসূরী হলেই কি আর যোগ্য সূরী হয় ? 
জ্ঞানীর ছেলে জ্ঞানী হবে এমন কথা নয়। 
  ভাতা স্বরূপ অর্থ দেবে দেও 
যোগ্য লোকের অধিকার টা কেন কেড়ে নেও ?
আন্দোলনকারীদের কেন বলছে রাজাকার ?    
 মুর্খের ন্যায় বলছে যেন অদ্ভুত এ সরকার ? 
  ফিরিয়ে দিক যোগ্য লোকের ন্যায্য অধিকার 
 অন্যথায় সরকার রেখে কিসের বা দরকার ? 
মুক্তিযোদ্ধা বলে যারা আছে পরিচিত 
তাদের মাঝেও রাজাকার আছে নিহিত । 
এমন অনেক মুক্তিযোদ্ধা অনাদরে আছে  
 সহযোগিতার হাতটা কভু যায় না তাঁদের কাছে ।
ভুলবশত বাদ পড়েছে এমন অনেক লোক 
তাঁদের জন্য সরকার কেন করছে না যে শোক ! 
ভাতের অভাব হয় না যাদের পাচ্ছে তারা ভাতা  
যোগ্য লোকের হয় না চাকরি টোকে নিজের মাথা। 
সুস্থ মানুষ রোগী সেজে হাসপাতালে রয় 
এমন একটা মুক্তিযোদ্ধার সাথে পরিচয় । 
হাসপাতালে খাবার পাবে এই আশাতে রয় 
পেটে ক্ষুধা লাগলে পারে লজ্জা কি আর হয় ! 
 বাতিল করো ফালতু নিয়ম বাতেলা সরকারের 
 সময় এসে গিয়েছে আজ কোটা সংস্কারের ।


                  <----------সমাপ্ত------->