শ্রী মন মহাপ্রভু র চপল গোপাল উদ্ধার - বিক্রম সরকার
শ্রী মন মহাপ্রভু র চপল গোপাল উদ্ধার
বিক্রম সরকার
এটা একটা ভক্তিমূলক গল্প
শ্রী মন মহাপ্রভু জীবদ্দশা য় অনেক পাপী কে উদ্ধার করে ছিলেন নামে র মহিমায় . আজ আমি কলম ধর লা ম মহা প্রভু কি রকম ভাবে নামের মহিমায় চপল গোপাল নামে এক্ বৈষ্ণব বিদ্বেষী ও কালী মায়ের সাধক কে উদ্ধার কারেছিলেন. মহাপ্রভু তার সপার্ষ দ কে নিয়ে শ্রী বাস অঙ্গনে নাম কীর্তন কর তে ন এবং শ্রী কৃষ্ণ এর্ আবেশে আবিষ্ট হোয়ে পর তে ন. কিন্তু হরি নাম সহ্য কর তে পার তো না কালী সাধক চপ্ ল গোপাল . এই চপল গোপাল বলতেন এই জগতে কালী সাধনা ই শ্রেষ্ঠ সাধনা. আর ওই নিমাই প্রতি দিন কৃষ্ণ কৃষ্ণ করে আমার সাধনা য় ব্যঘা ত ঘটায়. যত নষ্টে র গোড়া ওই শ্রী বাস ঠাকুর এর্ অঙ্গন ওই খান থেকেই আগে হরি নাম বন্ধ কর তে হবে. আর যেমন বলা তেম ন কাজ প্রত্যুষে উঠে চপল গোপাল শ্রী বাস অঙ্গনে গিয়ে শক্তি পূজার দ্রব্যাদি রেখে এলো যাতে পরশি রা সকালে উঠে ওই সব দেখবে আর কেউ হরি করতে কেউই আসবে না. সকালে উঠে শ্রী বাস অঙ্গনে শক্তি সাধনা র দ্রব্যাদি দেখে শ্রী বা স হতচকি ত হোয়ে পরে ছিলো. এবং তিনি চিৎকার করে ডাক তে লাগ লো প্রতি বেশি ও প্রতি বেশি নি দের. অন্তর যামি শ্রী চৈ ত ন্য মহাপ্রভু সমস্ত কিছু জানতে পার লেন. এবং শ্রী বাস ঠাকর কে বল লেন সব কিছু ঝা তা দিয়ে বাইরে ফেলে দিতে শ্রী বাস ঠাকু র প্রভু র নির্দেশ মেনে তাই কর লেন. কিন্তু রেহাই পেলনা চপল গোপাল কয়েক দিন পরেই কুষ্টি রোগে আক্রান্ত হলেন. তার আর কষ্টের সীমা রইলো না. এক দিন তিনি গেলে ন কাশী বিশ্ব নাথ ধামে. বিশ্ব নাথ দেব তাকে স্বপ্না দে শ দিলে ন যে তিনি বৈষ্ণব চরণে অপরাধী তাই তিনি তাকে এই রোগ থেকে মুক্তি দেবেন না যদি কেউ মুক্তি দেন তিনি হলেন চৈতন্য মহাপ্রভু তুমি তার কাছেই যাও. তিনি করুনা কর লে তবেই তুমি মুক্তি পাবে নচেৎ নয়. চ পাল্ গোপা ল তাই কর লেন ফিরে এলে ন প্রভু র সমীপে. ক্ষ মা চাই লেন প্রভু র রাতুল চরণে. প্রভু বল লেন তুমি এক্ষণে মস্তক মুন্ড ন করে গঙ্গা স্নান করে এসো. চ পাল্ গোপাল তাই কর লো. এরপর প্রভু র পাদো দক পা ন কর লো চপল গোপাল . এবং প্রভু র চরনা মৃত পান করা মাত্র ই রক্ষা পেলো চপল গোপাল. এভাবে ই প্রভু কৃ পা ও উদ্ধার করেছিলো চপল গোপাল কে। জয় মহা প্রভু
----সমাপ্ত----
লেখক পরিচিতি
নাম - বিক্রম সরকার
ঠিকানা new barrackpur leningarh chand pur d block
লেখক পরিচিতি- বিক্রম সরকার ১৯৯৮ সালে ৬ ই এপ্রিল কলকাতায় জন্ম গ্রহণ করেন । তার পিতার নাম রতন সরকার ও মাতা রাখি সরকার । তিনি লেনিন গড় শিক্ষা নিকে তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে উত্তীর্ণ হন। এবং mrinalini dutta Mahavidyapith থেকে কলেজিয় শিক্ষা গ্রহণ করেন. তার লেখা লিখি র সূচনা ২০১৪ সাল থেকে একাদশ শ্রেণী তে পরার সময় থেকে. তিনি " উত্তরণ" " দিশারী " " শুভাশি ত" "চারুলতা" " মেঘ বালিকা " অন্ত মিল সংকলনে " লিখেছেন. তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক কোলকাতা বই মেলাতে সৌ নি তা প্রকাশনী থেকে "বিক্রম রচনা সমগ্র" নামক একটি এক ক বই রচনা করেছেন. লেখক কুইজে অংশ গ্রহণ করে পুরস্কার পেয়েছেন অনেক বার তাছাড়া গানের লড়াই প্রতিযোগিতা থেকে পেয়ে ছে ন 3rd prize. ও লেখক আন্ত মহাবিদ্যালয় তাৎ ক্ষণি ক বক্তৃতা তে অংশ গ্রহণের জন্য পেয়ে ছে ন পুরস্কার. লেখক পেশায় একজন গৃহ শিক্ষক.
Join the conversation