প্রকৃতির কোলে -"ঘাঘর" - শ্রীমতী শুক্লা অধিকারী


 


আমাদের  পৃথিবী বহুরূপে সুসজ্জিত।নীলাকাশের নিচে 
রাঙ্গামাটি ,সবুজ বন,  নীল সাগর,নদী-নালা ,খাল-বিল,
পাহাড়-পর্বত,হিমবাহ,মরুভূমি  , ফল-ফুল,পশু-পাখি,মানুষ 
-আরো কতকী ? যেন এক জীবন্ত ক্যানভাস ।
আমি সেরকমই একটি মনোরম ভূ-খন্ডের কথা বর্ণনা 
করছি।ডেস্টিনেেশন-"ঘাঘর" ।
বাঁকুড়া জেলার  অন্তর্গত  তালডাংরা ব্লকের একটি গ্রাম
ঘাঘর।
এর বুকে বয়ে চলেছে শীলাবতী নদী বা বড়ো আদরের শিলাই
সবার জীবনে কিছু না কিছু ভ্রমণের অভিজ্ঞতা থাকে।আমারও রয়েছে ।এই ধরুন 
ঘাঘর প্রসঙ্গে বলতে গেলে-মনটা আনন্দে ময়ূরের
মতো নেচে ওঠে ।
শরতের  সুপ্রভাতে,অর্থাৎ শারদ প্রাতে যখন পূবাকাশে রবির প্রথম আলো তমশা ঘুচায়।
সেই আলো -আঁধারের  অন্তরালে স্বপরিবারে গন্তব্যের উদ্দেশ্যে লঙ ড্রাইভে পাড়ি দিলাম ।সঙ্গে জল এবং খাবার। হালকা সাউন্ডে গানের সুরে ও ছন্দে তাল 
মিলিয়ে গাড়ির চাকা গড়িয়ে
চলে।আর আমরাও দূ -চোখ ভরে তারিয়ে তারিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম।
নদী'-নালা,খাল-বিল ডুংরী-পাহাড়,কাশের দোলা ,পশু পাখির  আনাগোনা সব মিলিয়ে
এক অনবদ্য  অনুভুতি।
সবুজ বন,যেন অবুঝ মনে দোলা দেয়।
অবশেষে বহু  প্রতিক্ষিত ভূখণ্ডে পদার্পণ করলাম।
স্বপ্নের-ঘাঘর"।
সেখানে স্রোতস্বিনী শিলাবতীর দেখা পেলাম ।শিলার ধাপ বেয়ে বেয়ে ঝর্ণার মতো নেমে এসেছে নদীর জল।শিলার ওপর দিয়ে প্রবাহিত  হয়েছে ,তাইএর নাম শিলাবতী বলে অনেকে মনে করেন।নিচে শিলাই নীল আকাশে হাল্কা সাদা মেঘেরা
বলাকার মতো ভেসে চলেছে।
শিলাই-এর চরে কাশ ফুলের দেখা পেলাম। ঘাঘরের শিলাবতী র এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ  হয়ে গেলাম।
যে কোন প্রকৃতিপ্রেমিক মানুষ 
অবলীলায় প্রহরের পর প্রহর
কাটিয়ে দিতে পারবে ।
সম্বিত  ফিরে পেতে মনে পড়ল বাড়ি ফেরার  কথা ।তখন নদীর তীরে পুরনো মন্দির দর্শন করে
আবার গাড়িতে উঠে পড়লাম। নদীতে তখনও জেলেরা মাছ ধরছে,নদীর 
ঘাটে গ্রামের বৌ-এরা বাচ্চাদের  স্নান করাচ্ছে,
নিজেরাও করছে।কিশোর
যুবকেরা সাঁতার  কাটছে।
ভারাক্রান্ত  মনে শিলাইকে বিদায় জানিয়ে গৃহাভিমুখে
প্রত্যাবর্তন  করলাম।

  

               ----সমাপ্ত----

            লেখিকা পরিচিতি


  • Mrs.SUKLA ADHIKARY.
  • B.Sc(Hons.)Botany
  • M.A.(Education)
  • Swarnabhumi,  Gopegarh,  Medinipure.