বোধোদয় - আস্তিক রায়


 

                   শিরোনামঃ "বোধোদয়"

           



  



                       চিত্রশিল্পী পরিচিতি 

 আস্তিক রায়, (ইং- 13 ই November 1999 )  বাঃ ২৬ শে কার্ত্তিক ১৪০৬ সালে  সুন্দরবনের এক প্রত্যন্ত রাধানগর-তারানগর অঞ্চলের তারানগর গ্রামে একটি দরিদ্র ও সুখী পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। ব্লক- গোসাবা, থানা- সুন্দরবন কোস্টাল এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা, পিন–৭৪৩৩৭৮। তাঁর পিতা- শ্রী সর্ব্বেশ্বর, মাতা- শ্রীমতী বনশ্রী এবং তাঁর  তিনটি বোন আছে, সুবর্না, অপর্ণা ও সীমা। তাঁর পিতা একজন মৃৎ শিল্পী এবং তিনি ছোটো থেকেই তাঁর পিতার কাছে অঙ্কন শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি একজন অঙ্কন শিক্ষক এবং একজন লেখক।

২০১৬ সালে তিনি তারানগর সরস্বতী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়া কালীন। সেই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা "স্মৃতি নস্কর ", তাঁর  আঁকানো কিছু ছবির প্রশংসা করেন এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য "পুরস্কার" প্রদানের মাধ্যমে তাঁকে অনেক উৎসাহিত করলেন। শিক্ষিকার দেওয়া পুরস্কার ছিল তাঁর জীবনের প্রথম পাওয়া উৎসাহ।

২০২৪ সালে ভাগ্যক্রমে "গৌর ডিজিটাল সাহিত্য পত্রিকায়" প্রথম অঙ্কনচিত্র "বোধোদয়" প্রকাশ পাওয়ার সৌভাগ্য হয়।