We want justice - কুমারেশ চন্দ্র বিশ্বাস


             

        শিরোনামঃ We want justice 


চিত্রশিল্পী পরিচিতি 



 কুমারেশ চন্দ্র বিশ্বাস 

জন্ম নদিয়া জেলার করিমপুর থানার অধীনস্থ দাঁড়েরমাঠ গ্রামে। বর্তমানে  অবসর প্রাপ্ত শিক্ষক। পেশা শিক্ষকতা হলেও নানা পত্রিকার লেখালেখি,ছবি আকা, নাটক করা ছাড়া  ও সুস্থ  সংস্কৃতির সপক্ষে কাজ করা দীর্ঘদিনের  নেশা। লেখা বই শিল্প সৌরভ, শিল্প কথা,আলপনা প্রভৃতি। বঙ্গীয় কলা বিদ‍্যাল য়ের  শিল্প বিভাগের  বিভাগীয় প্রধানের দায়িত্বে।