মহামায়া - গোপেশ কুমার মন্ডল

                      মহামায়া
            গোপেশ কুমার মন্ডল


           শরতের সাদা মেঘে 
        আকাশ গিয়েছে ডেকে।
    কাশবনে সাদা সাদা ঘাসফুল 
তোমার আগমনে মাগো হৃদয় হয়েছে ব্যাকুল।
শরতের নিশিতে শিশির সিক্ত শিউলির সুবাস 
মাগো, এ যে তোমার আগমনী পূর্বাভাস ।
জগৎ জননী তুমি দুর্গতিনাশিনী 
তোমার মত কেউ এতো ভালোবাসিনি। 
শক্তিরূপে মাগো তুমি সনাতনী 
সকলের মাগো তুমি কিবা গরীব ধনী।
 আনন্দময়ী তুমি নারায়ণী নমোস্তুতে 
প্রসন্নিত মন তোমার স্তোত্র স্তুতে।
শারদীয় শারদা মাগো তুমি চণ্ডিকা 
যজ্ঞের যোগমায়া মহামায়া অম্বিকা। 
চন্ডী চামুন্ডা চন্ডমুণ্ডবিনাশিনী 
অনন্তা ভবানী সর্বাস্ত্রধারিণী । 
 বাজবে ঢোল আর কাঁসরের ঘন্টা।
পুলকিত আজ, চঞ্চল মানবের মনটা । 
মাগো মা বিশ্ব শান্তির তরে 
পুষ্পে পুষ্পিত অঞ্জলী চরণপরে।
সর্ব মঙ্গল মাঙ্গলায়ে দেও কৃপা ছায়া 
মমতাময়ী মাগো মাহেশ্বরী মহামায়া । 


    <--------সমাপ্ত-------->