দুঃখ - সাদিয়া আফরিন
সাদিয়া আফরিন বিলকিস
দুঃখসাদিয়া আফরিনদুঃখ,তোর নেই কি পিছুটানযতোই দূরে দিতে চাই ঠেলেততোই বেশি কাছে সরে এসেশুষ্ক করিস মোর তাজা প্রাণ।একটু খানি সুখের আশায়আমি আজ পথের বিরাগীছাড় না আমার পিছু এবারপৌঁছায় আমি সুখের বাসায়।দুঃখ কেন তুই জটিল পরিসরবেঁধে রাখিস আমায় শিকলেদে না একটু সুখের আবেশগ্লানি ভুলিয়ে দিক শান্তি সুরেশ।দুঃখ তুই এবার যা একটু দূরেকর না আমায় একটু মায়াআমি তো খুব সহজে বাঁচিনেই কোন হিংসা, রিয়া।
----সমাপ্ত----
কবি পরিচিতি
- মোসাঃ সাদিয়া আফরিন বিলকিস,
- পিতা মোহাঃবাবুল ইসলাম,
- মাতা মোসাঃসায়েরা খাতুন
- গ্রামঃগঙ্গারাম্পুর
- উপজেলাঃ শিবগঞ্জ
- জেলাঃচাঁপাইনবয়াবগঞ্জ
- ধর্মঃমুসলিম
- জাতীয়তাঃবাংলাদেশী
- পেশাঃনার্সিং শিক্ষার্থী (১ম বর্ষ)
Join the conversation