দুঃখ - সাদিয়া আফরিন


 

                       সাদিয়া আফরিন বিলকিস

                  দুঃখ
        সাদিয়া আফরিন 

দুঃখ,তোর নেই কি পিছুটান 
যতোই দূরে দিতে চাই ঠেলে
ততোই বেশি কাছে সরে এসে
শুষ্ক করিস মোর তাজা প্রাণ।

একটু খানি সুখের আশায় 
আমি আজ পথের বিরাগী
ছাড় না আমার পিছু এবার
পৌঁছায় আমি সুখের বাসায়। 

দুঃখ কেন তুই জটিল পরিসর
বেঁধে রাখিস আমায় শিকলে
দে না একটু সুখের আবেশ
গ্লানি ভুলিয়ে দিক শান্তি সুরেশ।

দুঃখ তুই এবার যা একটু দূরে 
কর না আমায় একটু মায়া
আমি তো খুব সহজে বাঁচি
নেই কোন হিংসা, রিয়া।

                   ----সমাপ্ত---- 



               কবি পরিচিতি
  • মোসাঃ সাদিয়া আফরিন বিলকিস,
  • পিতা মোহাঃবাবুল ইসলাম,
  • মাতা মোসাঃসায়েরা খাতুন
  • গ্রামঃগঙ্গারাম্পুর
  • উপজেলাঃ শিবগঞ্জ 
  • জেলাঃচাঁপাইনবয়াবগঞ্জ 
  • ধর্মঃমুসলিম
  • জাতীয়তাঃবাংলাদেশী
  • পেশাঃনার্সিং শিক্ষার্থী (১ম বর্ষ)