দীঘা ভ্রমণ - শুক্লা অধিকারী
দীঘা ভ্রমণ
শুক্লা অধিকারী
পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হল দীঘা | দীঘা পূর্ব মেদিনীপুরে অবস্থিত এবং বঙ্গোপসাগরের অংশ | দীঘা পৌঁছানো যেমন সহজ, সেরকম কম খরচে সমুদ্রের কাছাকাছি বেড়ানোর সুযোগ হয়| তাই তো দীঘাতে সারাবছরই প্রচুর জনসমাগম হয়|
অন্যান্য বাঙালির মতো আমিও বেড়াতে খুব ভালোবাসি| তাই মেয়েদের পরীক্ষা শেষ হতেই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশে আমরা দুটো ফ্যামিলি মিলে গাড়ি করে রওনা দিলাম প্রিয় দীঘার দিকে | রাস্তায় ব্রেকফাস্ট সেরে দীঘা পৌঁছে বীচের কাছেই একটি হোটেল বুক করে উঠলাম |দীঘা ঢোকার সাথে সাথেই এক ঠান্ডা, মধূর হাওয়া আমাদের স্বাগত জানালো|হোটেলে ব্যাগপত্র রেখে ছুটে গেলাম সমুদ্র সৈকতে এবং সমুদ্রের বুকে লাফিয়ে পড়লাম |ঢেউ এর পর ঢেউ এসে, আমাদের স্নান করাচ্ছে | আমরা সমুদ্রে বোটিংও করলাম |সে এক অদ্ভুত অনুভূতি |লাইফ জ্যাকেট পরে বোটে চড়ে ঢেউ এর মাথায় দুলতে দুলতে সমুদ্রের অনেকটা গভীরে চলে গেলাম |মনে তখন ভয় এবং আনন্দের এক মিশ্র অনুভূতি কাজ করছে |তখন কার মতো শেষ করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খাওয়াদাওয়া করে বিশ্রাম করলাম | বিকেলে আবার বেরিয়ে সমুদ্রের বীচে |সমুদ্রের গর্জন সাথে সমুদ্রের টাটকা ফিসফ্রাই মনে আনন্দের আমেজ এনে দেয়|অনেক রাত অব্দি বসে থাকলেও মনের আশা যেন মিটতে চাইছে না|রাতের সমুদ্রের ঢেউ এর মাথায় আলোর ঝিলিক দেখে মন আনন্দে নেচে উঠছে |অগত্যা উঠতেই হল, রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম ভোরের অপেক্ষায়|ভোরের আলো ফোটার আগেই পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে|কিছুক্ষণ পরে সমুদ্র বক্ষ থেকে একটু ওপরে মেঘের কোল থেকে লাল সূর্যমামার হাসি দেখতে পেলাম |হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে কাছাকাছি বেড়ানোর সুযোগ কাজে লাগালাম | কিছু কেনাকাটা করে দীঘাকে বাইবাই বলে বাড়ির দিকে রওনা হলাম |
দীঘাতে আগেও গেছি, আবার গেলাম |দীঘা কখনও পুরান হয় না |তাই অবশ্যই আবারও দীঘা যাবো এই আশা নিয়ে বাড়ি ফিরে এলাম |
লেখিকা পরিচিত
শুক্লাঅধিকারী
SUKLA ADHIKARY.
B.Sc(Hons.)Botany
M.A.(Education)
Gopegarh, Medinipure
Join the conversation