ব্যাকুলতা - সাদিয়া আফরিন বিলকিস


 



                        ব্যাকুলতা
     সাদিয়া আফরিন বিলকিস 


তুমি না হয়  চলেই যাবে- অজানা নেই তা
আমি না হয় ভালোবাসলাম পেয়ে হাজার ঘা।
তোমার আবার নতুন শহর হবে নতুনভাবে চলবে পথ 
আমি না হয় গুমড়ে রবো থামিয়ে জীবন রথ।
নতুন একটা সকাল হবে দুপুর রোদে ক্লান্ত রবে,
বিকালবেলা ফিরবে নীড়ে
আমি না হয় দেখবো তোমায় ব্যস্ত শহরের ভিড়ে।
তোমার নতুন তুমি হবে; নতুন করে স্বপ্ন বুনবে,
আমি না হয় ছায়া হয়ে তোমার সঙ্গ দেবো।
নদীর পাড়ে শরতের শুভ্র কাশ হাওয়ায় মিশিয়ে যাবে,
শিউলি,বকুল ফুটবে আবার বছর ঘুরে।
আমি না হয় রয়ে যাবো তোমার অপেক্ষায় 
ভোরের নৌকার মাঝির সাজে
নতুবা রবো 
রাতের আকাশের তারার মাঝে জেগে
বিনিদ্র মহাকাল।
অপেক্ষার এক প্রান্তে হয়তো হাত ঘড়িটা ভেঙে যাবে
কাঁচ গুলো কে রাখবো তুলে বুক পকেটের এক পাশে,
তোমায় নিয়ে ভাববো আবার 
হৃদয়স্পন্দনের দীর্ঘশ্বাসে।
তুমি হয়তো চলেই যাবে-
আমার শহরে সারি সারি  পাহাড় দাঁড়াবে
পাহাড়ের গা ঘেসে ভেসে যাবে মেঘ,
তার সাথে উড়বে রাঙা মায়ারঙ
শত আবেগ বাষ্প হয়ে ভাসবে।
হয়তো আকাশে প্রচন্ড বজ্রপাত হবে
বজ্রের বিকট শব্দে কারো বুকে মুখ লুকাবে
শহর জুড়ে বৃষ্টি নামবে হবেনা আমার বৃষ্টিবিলাস
তুমি হয়তো নতুন সাজে প্রিয়তমার হাতটা ধরে
ভিজবে মুষল বৃষ্টির মাঝে।
তুমি হয়তো চলেই যাবে
তবে যাও শুনে শেষ কাব্য ছুড়ে দিলাম তোমার লক্ষ্যে 
প্রিয় শোন,
যে শহরে তুমি আমার না -
সে শহর জুড়ে  নামে অমবস্যা
আমায় ঘিরে ধরে শহরের উঁচু দেওয়াল,
দেওয়ালের পৃষ্ঠ চাপে তোমার অদৃশ্য ছাপে
তীব্র জ্বর নামে।
থার্মোমিটারের ১০৮ ডিগ্রি ভেদ করে।
তোমায় হারানোর চিন্তায় সৃষ্টি করে মাইগ্রেন।
অশুভ চিন্তা ভাবনা ঠেলে দেয় 
আমার আত্মা আমায়  ঘোষণা করে 
তুই মৃত।
তুমি হয়তো চলেই যাবে,যেমন করে চাও মুক্তি 
তোমায় অন্য ঘরের সুখ বিলাস দেখব আমি 
 তাই  প্রর্থনা করি; একটু শক্তি।

          <----------সমাপ্ত----------->