তোমার জন্যে - শ্রেইতা ভট্টাচার্য


   তোমার জন্যে 
 শ্রেইতা ভট্টাচার্য


তোমার জন্যে একটা বছর
দিলাম তো পার করে --
তোমার জন্যে হয়ে হা হন্যে
কেঁদে কেঁদে জল ঝরে !
তোমার জন্যে ওগো ও কন্যে
বছর যে আসে যায়,
তুমি বেড়ে ওঠো ফোটা ফুল মতো
রূপ যেন চমকায় !
আমি নিরুপায়, থাকি ভাবনায়
কতো সাবধানে থাকি ;
এ সমাজ টা যে, একেবারে বাজে
বলো কোথায় তোমাকে ঢাকি ?
ওদের চোখের, দাঁত আর নখের
কদর্য ধার বিষ,
তুমি নারী তাই, বড় ভয় পাই
যেন না পায় ওরা হদিস !
তবে মিছে ভয়, জানি নিশ্চয়
তুমি শুধু নারী নয়, দেবী 
অসুর বিনাশী তুমি অবিনাশী
নাশো হুঙ্কারে দানব সব ই ।।

                     <------সমাপ্ত------->


                        কবি পরিচিতি 


        শ্রেইতা ভট্টাচার্য
    কবি ও সঙ্গীত শিল্পী
              হাওড়া