শপথ করার দিন - অরূপ সরকার
শপথ করার দিন
অরূপ সরকার
বহু তিতিক্ষা ও ত্যাগের বিনিময়ে-
এসেছে মোদের স্বাধীনতা,
স্বাধীনতা রক্ষায় জীবন বাজি-
নেই এতে কোনো কৃপণতা।
স্বাধীনতা অর্থ এই নয় জেনো-
করে যাবো স্বেচ্ছাচারিতা,
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে-
সিদ্ধান্ত নেবো হঠকারিতা।
স্বাধীনতা মানে নয় স্বার্থপরতা-
আপন স্বার্থে শুধু চলবো,
দেশের স্বার্থ বাদ দিয়ে শুধু-
নিজের কথাই ভাববো।
স্বাধীনতা তুমি আম জনতার-
ক্ষুদ্র গণ্ডীতে নয় বন্দী,
স্বার্থাণ্বেষী মানুষের স্বার্থরক্ষার-
দূরীভূত করো এ অভিসন্ধি।
এগিয়ে যেতে দেশকে মোদের-
দিতে হবে বহু মূল্য, বিশ্বসেরা হোক মোদের দেশ-
হয় যেন তাহা স্বর্গতুল্য।
প্রজাতন্ত্র দিবসে সবার মোদের-
শপথ করার দিন,
কোনো অন্যায় হয়না যেন-
হয়না যেন কেহ হীন।
-------সমাপ্ত------
Join the conversation