পূর্ণ নারী ও কবিতা - সন্ধ্যা ঘোষ সেনাপতি


 

 পূর্ণ নারী ও কবিতা 
সন্ধ্যা ঘোষ সেনাপতি 

   বাদকুল্লা নদীয়া 


যতটা দুঃখ পেলে একটি মেয়ে নারী হয়ে ওঠে, 

ততটা দুঃখ তাকে কবি হতে সাহায্য করে। 

জীবনের দীর্ঘ একটি বছরের যন্ত্রণা দিয়ে তৈরি হয় একটি গুরুত্বপূর্ণ শব্দ 

একটা সুন্দর কবিতা তৈরি হতে লাগে গোটা জীবনের যন্ত্রণা। 

এই যন্ত্রণার উদর থেকে প্রসব করে সেই সব শব্দ যা দিয়ে তৈরি হয় জীবনের নকশী কাঁথা। 

যেসব নারী কবিতার জন্ম দেয় তারা পূর্ণতা পায় নারীত্বের। যন্ত্রণা মুক্ত যে সব শব্দ জীবনকে আঁকড়ে আছে একটু আঘাতেই তা ঝরে পড়বে। তা দিয়ে কখনো কোনো সুন্দর কাব্য তৈরি হবে না। 

যন্ত্রণা ছাড়া নারী যেমন পূর্ণতা পায় না তেমনি নারী ব্যতীত অন্য কেউ এত গভীর যন্ত্রণার নারী নক্ষত্র জানতে পারে না।