সংক্রান্তি - ডাঃ তাপস ভট্টাচার্য


        সংক্রান্তি  
 ডাঃ তাপস ভট্টাচার্য


সেলাই করতে পারে
ভেঙ্গে চাপে চুঁচাটা ---
শেষ, ওটার শেষ হয়ে গেছে!
মাছরাঙাটা খপ করে
ধরে নিলো,
সাঁতার কাটা মাছ চালান;
শেষ, আমাদের জীবনের শেষ!
একটি ভুল সিদ্ধান্ত নিয়ে সতর্কতা নিয়ে সতর্কতা
,
মনে করা ঠিক নয়,
তাই ইটাই চাওয়া;
শেষ, সে কথার শেষ!
কিন্তু, সূর্যের অচেলে এগিয়ে,
উপর স্রোত বয়ে,
পাখিদের পরিক্রমা,
শেষ নেই আকাশে কিছুরই;
যেমন শেষ নেই প্রতিটা সম্পর্কিত তিথির, আর--
তোমার অফুরন্ত ভালোবাসার।

                           <------সমাপ্ত------>