প্রজাতন্ত্র দিবস - কাজল মৈত্র


 প্রজাতন্ত্র দিবস 

   কাজল মৈত্র 

আজ তিনরঙা পতাকা উত্তোলনের দিন 
আজ প্রজাতন্ত্র দিবসের শুভ জন্মদিন 
গর্বিত আমি , আমি যে স্বাধীন 
আজ সাহস , শান্তি ও তারুণ্যের দিন 
পতাকাতো শুধু কাপড় নয় মুক্তির উড়ান 

উড়ছে পতাকা যেন মহান বীরের রক্তদান ।