ড. বি. আর. আম্বেদকর - দীপঙ্কর বৈদ্য
ড. বি. আর. আম্বেদকর
দীপঙ্কর বৈদ্য
অবহেলার স্বীকার তুমি
ডক্টর ভীম. আম্বেদকর,
বুদ্ধি, মেধায় তাই বানালে
সংবিধানের আকর।
ব্যারিস্টারী নয় কো শুধু
দেশের জন্য প্রাণ,
নীচু জাতের স্বাধিকারে
ভারতবাসীর মান।
তোমার জীবন লক্ষ্য ছিল
সাম্য বজায় রাখা,
কলম রেখায় ঝরে কেবল
শব্দ-সংগ্রাম-আঁকা।
<-------সমাপ্ত------>
1 comment