বিস্ফোরক ক্ষুদিরাম - সন্ধ্যা ঘোষ সেনাপতি


 


       বিস্ফোরক ক্ষুদিরাম 
      সন্ধ্যা ঘোষ সেনাপতি 

               (বাদকুল্লা নদিয়া)



কি বিস্ফোরক ছোট্ট একটা ছেলে নাম ক্ষুদিরাম, 
ভারত মাতার কষ্ট তাকে দিত অবিরাম। 
১৮৮৯ খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর মেদিনীপুরের হবিবপুর ,
শহীদ হলেন ফাঁসি নিয়ে নাম ছড়ালো বহুদূর। 
অগ্নিযুগের তৃতীয় শহীদ বাবা ত্রৈলোক্যনাথ, 
পিতা-মাতা হারিয়ে তিনি গেলেন দিদি অপরূপার সাথ।
চেয়েছিল মারতে ইংরেজ মারল ভারতবাসী, 
এসব নিয়ে গাইলো গান-বিদায় দে মা ঘুরে আসি।
তমলুকের হ্যামিলটন পরে মেদিনীপুরের কলেজিয়েট শিক্ষা স্থান, 
সত্যেন্দ্রনাথের বিপ্লব মন্ত্র বাড়িয়েছে তার মান। 
বঙ্গভঙ্গ আন্দোলনে ঘর ছেড়ে স্বদেশী দলে দেন যোগ,
কিংস ফোর্ড কে মারার তখন পেলেন একটি সুযোগ।
বিপদে তিনি সর্বদা থাকতেন মানুষের পাস ,
ক্ষুদিরাম কে পেয়ে মানুষ পেতো যে আশ্বাস। 
পহেলা মে পড়লো ধরা খবর ছড়ালো চারিদিক,
মৃত্যুদণ্ড শুনে তিনি হাসতে থাকেন 
ফিক ফিক।
১১ই আগস্ট বিচারে ফাঁসির দিন হল ধার্য,
হাসির পর হিন্দু মতে হবে সৎকার্য 
ভোর পাঁচটায় ফাসির জন্য তৈরি দামাল ছেলে,
ইংরেজরা বুঝতো হাড় এ-আর কিছুদিন সময় পেলে।
অতি প্রত্যুশে চরণামৃত পান এগিয়ে যায় দৃঢ় পায় 
১৮ বৎসর ৮ মাস ৮ দিন বয়সে মৃত্যু, থাকবে তার জীবনাদর্শ,
 থাকবে ইতিহাসের পাতায়।

                     <-----সমাপ্ত----->