দামী - ডঃ নিতাই মাইতি


 

         দামী
ডঃ নিতাই মাইতি


মায়ের কাছে বাবা দামী
এই কথাটা জানি ,
বোনের কাছে দাদা দামী
এই কথাটি মানি ।
আমি কার কাছে যে দামী
বুঝতে নাই পারি ,
প্রিয়ার মুখ কত সুন্দর 
ভুলতে আমি নারি ।
ভালোবাসার কত যে মূল্য
কে বলতে পারে ,
সেই ব্যক্তি বেশি বোঝে
যে প্রেমযুদ্ধে হারে ।
কেবল ওজনের দাঁড়ি পাল্লায়
কেযে কত দামী ,
হৃদয়ের মূল্য বুঝতে পারে 
শুধু প্রেমের অনুগামী ।
তাইতো বলি মনের মানুষ
মনকে করো চুরি ,
মনটা কত দামী জিনিস
পাবে বিশ্বভুবন ঘুরে ?