সুস্বাগতম নতুন বছর - ডঃ নিতাই মাইতি


 

সুস্বাগতম নতুন বছর
   ডঃ নিতাই মাইতি


সানাই'র সুর যাচ্ছে শোনা
নতুন বছর আসছে ,
আলোর রোশনাই,বাজির শব্দে
শহরটা যেন ভাসছে ।
অনেক দুঃখ, অনেক কষ্ট
দিয়েছ দুহাজার চব্বিশ ,
আর জি করের ঘটনামালা
এখনো হয়নি হাবিশ ।
শিক্ষাঙ্গনে পাশ -ফেল প্রথা
আবার তো হলো শুরু ,
সুসভ্যতার অসভ্যতায়
সম্মান পায়নি শিক্ষাগুরু ।
ঘনান্ধকারে ঘটেই চলেছে
মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ,
মানুষ মারার নতুন সূত্র
নোবেল কিন্তু পাবেনা ।
বেকারদের ভারে ভারাক্রান্ত
স্বপ্নের এই ভারতবর্ষ ,
নুন আনতে পান্তা ফুরোয়
হারিয়েগেছে আনন্দ ও হর্ষ ।
এখন অনাচার আর ব্যভিচারকে
করতে হবে খতম ,
তবুও তোমায় জানাই আমি
স্বাগতম -সুস্বাগতম ।

                   <----------সমাপ্ত----------->