খুকীর ইচ্ছে - রতন বসাক
খুকীর ইচ্ছে
রতন বসাক
মাকে খুকী স্যালুট দিলে
খুশিতে যায় ভেসে,
খুকীর ইচ্ছে সৈনিক হবে
লেখাপড়ার শেষে।
প্রয়োজনে দেশের জন্য
প্রাণটা দিয়ে দেবে,
দেশ রক্ষার্থে নানা রকম
ঝুঁকি সেতো নেবে।
প্রজাতন্ত্র দিবস আজকে
পতাকা তাই হাতে,
বলবে খুকী সব কথাটাই
বাবা ফিরলে রাতে।
বাবার জন্য অপেক্ষাতে
খুকী বসে থাকে,
নিজের মনে ইচ্ছেগুলো
কল্পনাতে আঁকে।
------সমাপ্ত-----
Join the conversation