আত্মসাৎ... - চন্দন হাতী
আত্মসাৎ...
চন্দন হাতী
যতক্ষণ তোমার দেহে আছে প্রাণ
মুক্ত করো লালসার পরিত্রাণ!
চিরসুখী জন ব্যেধিত আপন
যাতনার বিষে কালো কাপড়ের আবরণ!
ধ্বংসের পৃথিবীতে অংকের চালে
করছে মানুষ নানা রকম খেলা!
দিনের শুরু তারা হয়তো করছে কেউ
সমাজের ব্যবহার নিরবে তুলছে ঢেউ!
লক্ষ্যতো একটাই ভাগ্য ফেরাতে চাই
কূটনীতি-সৎনীতি ছুটছে সারা বেলায়!
দলে-দলে সবে মিলে নেই স্তির
দেহে ভরা ঘাম ক্ষুধা পেটে অস্থির!
ধ্বংসের পথে অংকের খেলা
মানুষের জীবন লোভের মেলা!
ভিড়ভাট্টা হিংসার আগুন তবু শহরে
দুর্নীতি রাজনীতির কবলে!
কেউ খায় পেট ভরে অবসাদ
কেউ না-খেয়ে কাটিয়ে দেয় দিনরাত!
কেউ রাজভোগে বিলাসে থাকে মহলে
কেউ পথের ধুলোয় নির্জনে ঘুমায়ে!
বিবেকহীন সমাজ অবাক নির্মাণ
কবে খুলবে চোখ করবে দৃশ্যধারণ?
সবাইতো ঘুমিয়ে কালো কাপড় দিয়ে
নিজের লাগি ব্যবহার অবসাদ নিয়ে!
<------সমাপ্ত------>
Join the conversation