পৌষ এসেছে - ডঃ নিতাই মাইতি



  পৌষ এসেছে
ডঃ নিতাই মাইতি


তরু'র পাতা ঝরিয়ে দিয়ে
পৌষ তো এসেছে ,
খেজুর রসের পিঠে গুলো
সবাই তো খেয়েছে ।
বৃদ্ধ যুবা সবাই খুশি
পিকনিকের মরশুমে,
নদীর ধারে পাহাড় বনে
পদব্রজে মন ভ্রমে ।
শীতের বাধা কেউ মানেনা
বেড়াতে যাওয়া চাই ,
যেথায় যাবো সেথায় যেন
মনের মানুষ পাই ।
কেউ জানেনা কোন বনেতে
কে গাইছে গান ,
মনের খুশি প্রানের খুশি
পিকনিকেই ফিরে পান ।
পৌষ মেলা ও সাগর স্নানে
সবার হৃদয় ভরবে ,
মনের মানুষ খুশি হয়ে
তোমার'ই হাত ধরবে ।
পৌষ মানে হরেক মেলা
সাগর বালুকা তটে ,
সৌম্য সুন্দর হৃদয় মন্দির
জেগে রবে স্মৃতিপটে ।

                          <-------সমাপ্ত------>