গণতন্ত্র - সুমিতা চৌধুরী
গণতন্ত্র
সুমিতা চৌধুরী
প্রজাতন্ত্রে প্রজা নেই, গণতন্ত্রের "গণ" বাদ!
এখন শুধুই তন্ত্র- মন্ত্র, তান্ত্রিকতার ঢক্কানিনাদ!
প্রজার কথা কেই বা ভাবে, রাজার আসনে আসীন হলে?
জনগণ সে তো মূর্খ বড়ই, তাদের কথা কি ভাবলে চলে?
দেশ সে তো অনেক বড় জমিন, হাজার লক্ষ কোটি প্রজা,
সবার কথা ভাববে রাজা! সে তো তার কঠিন সাজা।
তার থেকে দাও ভাগ করে ধনী- দরিদ্র, উচ্চ- নীচ,
শুধু জাত নয়, তারও মাঝে ভাগ, "গণ"কে দাও এ আশীষ।
শিক্ষা সে তো দূরঅস্ত, ভাত রুটিই মহার্ঘ,
খুড়োর কল দাও ঝুলিয়ে, তবেই তো পাবে অর্ঘ্য।
পেটে যখন ক্ষুদার জ্বালা, অন্ন যেথায় বাড়ন্ত,
তখন কি আর শিক্ষা আসে? তার প্রদীপ যে নিভন্ত।
শিক্ষা নেই, প্রশ্ন নেই, সবাই রাজার দাসানুদাস,
"রাজা তোমার পোশাক কোথায়?", বলার কারো নেই সাহস!
বহুকাল হলো স্বাধীন আমরা, ভুলেছি সেই স্বাধীনতা আজ।
বীর বলীয়ান দেশপ্রেমি, তারা যে পরেনি রাজার তাজ।
তাই তাদের কথা ভাবে কে বা, মূর্খরা হয় দেশপ্রেমিক,
রাজার মনে তাদের কথা, যারা শিখিয়েছিল দেশবিভাগ।
দেশকে ভেঙ্গে ভাগ করো, টুকরো করো দেশের জমিন,
জাত বিভেদে, মত বিভেদে, তবেই তো পাবে রাজাসন।
মায়াজাল বোনো, ফানুস ওড়াও, দেখাও যত রঙিন স্বপন,
ক্ষুধায় চিন্তাশক্তি আচ্ছন্ন, হোক প্রাদেশিকতার বীজ বপন।
সবাইকে রাখো বশ করে, দাও যন্তর মন্তরে পুরে,
শেখানো মন্ত্র আওড়ালে, রাজা বসেন দরবার আলো করে।
সেই মাষ্টারমশাইয়ের আজ বড়ো প্রয়োজন, আর খুদে সেই শিষ্যদের,
যাদের কাছে রাজা হবে বশ, খান খান হবে মূর্তি তার।
আশায় বাঁচে যে চাষা, তাই এই দিনে নাও এক শপথ,
গণতন্ত্র শুধু কথা হয়ে নয়, দাও তাকে তার সঠিক পথ।
তবেই সবাই স্বাধীন হবো, বাঁচবে আমাদের গণতন্ত্র,
দাও ছুঁড়ে ফেলে ওদের যতো শেখানো বুলি, সকল মন্ত্র- তন্ত্র।
রাজা নয় কেউ, দাস নই আমরা, সবার চাই সমানাধিকার,
গণতন্ত্রের স্বাধীন মন্ত্রে এবার সবাই হও সোচ্চার।।
1 comment