স্বাধীন " - জয়দীপ রায়চৌধুরী
"স্বাধীন "
জয়দীপ রায়চৌধুরী
স্বাধীনতা এখনও স্বাধীন
করে নি
দেশের মানুষকে,দেশকে।
শিক্ষার আলোকে আজ
অন্ধকারের আঁচর,
জাতির মেরুদন্ড
নুব্জমান,
নৈতিকতার অবক্ষয় চতুর্দিকে
সমাজের আনাচে কানাচে
দুর্নীতি,
অর্থের দাম্ভিকতায়
মানুষের পরিচয়
মানুষের মন আজ
হিংসা আর লোভের
বশবর্তী,
মুষ্টিমেয় অমানুষের হাতে
সমাজের ক্ষমতা
কুক্ষিগত।
হানাহানি,অরাজকতা
বর্তমান সমাজের চিত্র।
দেশের আকাশে
পুঞ্জীভূত কালো মেঘ।
স্বাধীনতার পতাকা
দেশমাতৃকার পায়ের তলায়
ভূ-লুন্ঠিত।
স্বাধীনতা এখনও
এই স্বাধীন দেশের কাছে পরাধীন। ।
<------সমাপ্ত------->
Join the conversation