গল্প - ডঃ নিতাই মাইতি
গল্প
ডঃ নিতাই মাইতি
আজ এক ভাগ্য হীনের
গল্প বলি শোনো ,
সত্যম্ শিবম্ সুন্দরম্-এর
মহিমা যদি মানো ।
পিতৃ মাতৃহীন এক ছেলে
অনাথের মতো থাকে ,
কাকুর বাড়িতে থাকতো জানি
কেউ ভালোবাসেনি তাকে ।
অনেক কষ্টে মাধ্যমিক পাশ
করেছিল সবাই জানে ,
ক্ষুধার জ্বালায় যে যা দিত
তাই খেতো খুশি মনে ।
সারা গ্রাম বেড়াতো ঘুরে
চিরচঞ্চল দুটি আঁখি ,
বেঁচে থাকার স্বাদ ছিলনা
যেন উড়ে যায় প্রাণপাখি ।
হঠাৎ একদিন সে বেপাত্তা
কোথাও পাওয়া যায়নি,
অনেক বছর কেটে গেছে
কেউই খোঁজ নেয়নি ।
আমার অসুস্থ মা'কে নিয়ে
গিয়েছিলাম কলকাতার হাসপাতালে ,
ডাক্তার বাবু দেখেই বলেন-
এখানে কখন এলে ?
তাকে দেখেই আমি হতবাক
বাক্যহারা হয়ে গেছি ,
রাত্রিবেলা ওর বাসায় গিয়ে
অনেক গল্প শুনেছি ।
একেই বলে ভাগ্য দাদা
ভগবান ঠিক আছে ,
কষ্ট হলেও সদ্ পথে থাকো
ভগবান আছেন কাছে ।
1 comment