প্রেম দিবস - ডাঃ তাপস ভট্টাচার্য


 

              প্রেম দিবস
       ডাঃ তাপস ভট্টাচার্য 

 


ভালোবাসা মানে পাগল প্রলাপ
মনের ভাষা তা, মুখের নয় --
সত্য যা কিছু সুপ্ত থাকে সে
তবু শাশ্বত, চির বাঙ্ময় !
ভালোবাসা দিন-- প্রতিদিন সেতো
কোন্ দিনটা বা বিশেষ হয় ?
সম মান আর সম অধিকার 
সম্পর্কে তো থাকে না ক্ষয় !
ভালোবাসা যদি দিন ক্ষণে হতো
মাপজোপে হোতো পরিচয়,
তাহলে প্রেমের মূল্য কমতো
ভালোবাসা নিয়ে থাকতো ভয় ।।