নিগূঢ় প্রেম - পাপিয়া বসু



নিগূঢ় প্রেম
পাপিয়া বসু

তুমি যদি আমার গোধূলি বিকেল হতে 
আমি ক্লান্তি নুইয়ে দিতাম তোমার কাঁধে ।

তুমি যদি আমার বিনিদ্র রজনী হতে
 আমি স্বপন বুনে দিতাম তোমার আখি পল্লবে।

তুমি যদি আমার স্নিগ্ধ সকাল হতে, 
আমি রোদে ছড়িয়ে দিতাম তোমার সম্মুখে ।

তুমি যদি আমার  পথ দুপুর হতে 
আমি বুকের বারান্দায় তোমায় মাদুর পেতে দিতাম ।

তুমি যদি আমার নিগূঢ় প্রেম হতে, 
আমি এক নিমিষেই তোমাকে হারাতাম


                            সমাপ্ত