সৃজার_একুশে_বইমেলা - সাদিয়া_আফরিন


 

সৃজার_একুশে_বাইমেলা

     সাদিয়া_আফারিন 

      


স্কুল শিক্ষক রশিদ মিয়ার  ছোট মেয়ে সৃজা বাকপ্রতিবন্ধী। ছোটবেলা গল্প, সাহিত্যের অদম্য আগ্রহ তার। তার বড় বোনের বই নিয়ে গল্প, কবিতা কবিতা পড়। প্রকৃতি। হরির অসীম নিজের প্রতিভা লুকিয়ে থেকে প্রকাশ করতে বারবার হয় কারণ সে বাকপ্রতিবন্ধী এক জন্মদিনে সজার বাবা সৃজাকে একটা ডায়রি উপহার দেয়। বিশেষ। বর্তমানে সে দশম শ্রেণির অংশ। বই পড়ার ইচ্ছা তার এখন আরও বেশি।স্কুল লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে। প্রতি সপ্তাহে নতুন বই।এছাড়াও ভ্রাম্যমাণ লাইব্রেরীর পাঠক সেসৃজার বাবা সৃজার বই পড়ার ইচ্ছাকে অনেক প্রশংসা। এক দিন রাতের ঘরের মধ্যে আলো বন্ধ না করে সৃজা ঘুমিয়ে পড়েন। কবিতা লেখা।সৃজার লেখা কবিতাগুলো একটা পড়ে স্কুল শিক্ষক রশিদ। মনে মনে মনে মনে মনে নিলো বইমেলায় সৃজাকে নিয়ে যাবে।

আজকে বইমেলায় সৃজা। জানার জন্য জানতে হবে না সেসকাল বেলা তার বাবা তাকে বলেছে যে তাকে নিয়ে যেতে হবে। বইমেলার কথা তার বাবা যখন রাত বইমেলার জন্য ঢাকায় বলে বাসে তখন সরিজা জানতো না সে মনে হয় কিন্তু এমন এক জায়গায় এসেছে যেখানে গ্রামে কথা বলে সে স্বপ্নেই ভাবতো। বাস্তবে তা কখনো সেভাবে হবে। সেভাবে এই বিষয়ে সতর্কতার জন্য বেশ সে নির্বাক আনন্দের জন্য তার মুহুর্তটা প্রকাশ করতে চাইলে শুধু নিজে নিজে বই লিখবে। এখানে তার জীবন অতিবাহিত হয়। পছন্দ করে। সে তো তার লেখা দেখায় বাবা আবার বলল সে অনেক কবিতা উদ্দীপকে আছে। হ্যাঁ পছন্দ দিলেখ সজাকে আর লিখতে তার জায়গায় এবং তার বাবাকে লেখা পান্ডুলিপি দিতে বললেন আরও বললেন তার যদি লেখার মান সুন্দর হয় তবে তার লেখা বইয়ের কবিতা বের হবে। আর কেউ আর ধরে না। স্বপ্নে আঁকতে থাকে পরবর্তী বইমেলায় একটা বই যার উপর সৃজার নাম থাকবে।


                -----সমাপ্ত-------



লেখিকা  পরিচিতি 

                      

মোসাঃ সাদিয়া আফরিন বিলকিস,

বাবা মোহাঃ বাবুল ইসলাম,

মাতা মোসাঃসায়েরা খাতুন

গ্রামঃগঙ্গারাম্পুর

শিবগঞ্জ উপজেলা 

জেলাঃচাঁপাইনবয়াবগঞ্জ 

ধর্মঃমুসলিম

জাতীয়তাঃবাংলাদেশী

পার্টিঃ নার্সিং (১মবর্ষ)