লেখার মান - ডাঃ তাপস ভট্টাচার্য
লেখার মান
ডাঃ তাপস ভট্টাচার্য
লেখা এখন শাঁখার মতোই
পরতে, পড়তে দাম লাগে,
কদর দিয়েই এদের নিতো
ভালোবেসে লোক আগে !
লেখক এখন বারাঙ্গনে
অন্তরে কেউ দেয় না স্হাণ,
ক'জন বলো যাচাই করে
সঠিক,আসল লেখার মান ?
সম্পাদনা একটা মন্ত্রে --
লেখার কতো দেবেন দাম !
লেখা পাঠান, সঙ্গে পাঠান
আলাদা করে একটি খাম!
অর্থমূল্যে যাচাই লেখার
যতোই অর্ধনগ্ন হোক --
জামা কাপড় দিয়ে সাজায়
দপ্তরের ই কিছু লোক।
হোক না লেখা ন্যেকা বোকা
অলংকার বা না থাক মান,
থাকলে টাকা বেরোয় লেখা
নইলে লেখার অবসান ।
1 comment