আমি আসিয়া বলছি - সাদিয়া আফরিন বিলকিস
আমি আসিয়া দুই
সাদিয়া আফারিন
ভালো গো আমি ঘুমিয়ে ভালো থেকোয়্যাআমার মতো আমারাকে দিও তোমরা রে।
মনে মনে তোহা কি মোর কেন মরতে
এদেশে ঠাঁই আছে না ঈশ্বরের নিলো।
আমি যখন আশা বেডে পাস তোমার এক কোণ
দেশবাসী সব বলো মোরে আমি বোন।
লিখলে শুধু ফেসবুকে ভরসালে
ভিডিও প্রকাশ না তো খবরের নরপশুর কি রায়।
আমি তো আর নেইকো পাসওয়ার্ড এমন কি বা
দুদিন বাদেব ভুল মিডিয়া ধর্ষক এই সেবা।
রাতের কোণঠাসা থাকবে শুধু মাকে
মনে রাখবেন অজানা মনে হবে আমার ছোট ছোট গাঁ।
কেউ বা কেউ একজন হতে পারে যে কেউ কেউ একজন হতে
পারে না৷
কেঁদো না গো মা জননী সোনালিস না রে ভাই
সোনার ছেলের ছেলে হয়ে খেলা আয়।
মিডিয়া তোরা রাখিস মনে রাখিস মোনাজাতে
জেনে নিন কোন বোন না পড়ে আর অসুরের খাতে।
<------------সমাপ্ত--------->
কবি পরিচিতি
- মোসাঃ সাদিয়া আফরিন বিলকিস,
- বাবা মোহাঃ বাবুল ইসলাম,
- মাতা মোসাঃ সায়েরা খাতুন
- গ্রামঃগঙ্গারাম্পুর
- শিবগঞ্জ উপজেলা
- জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
- ধর্মঃমুসলিম
- জাতীয়তাঃবাংলাদেশী
- পার্টিঃ নার্সিং (১মবর্ষ)
Join the conversation