কবি কাজল মৈত্র




 নাম  ::  শ্রী কাজল মৈত্র 
   ঠিকানা ::  শীতলাতলা 
      পোঃ :: রানাঘাট 
            নদীয়া 
    জন্ম তারিখ  ::              
            ০৬/০৮/১৯৫
            কৃষ্ণনগর



     শক্তিনগর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে রানঘাট কলেজে বিএসসি পড়েছিলাম কিন্তু তিন বছর পড়ার পরে পারিবারিক কারণে পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি।


রানাঘাট মহকুমা হাসপাতালে চাকরি করতাম ।২০১৭ সালে অবসর নেয়ার পরে রানাঘাটের বাসিন্দা হিসেবে স্থায়ীভাবে বসবাস করি ।

 স্থানীয় ক্লাবে দেয়াল পত্রিকায় এবং স্কুল কলেজের ম্যাগাজিনে লেখা 

প্রকাশিত হয়েছিল কিন্তু এখন ভাবে কোন বই প্রকাশিত হয়নি ।



 বাস্তুতন্ত্র , পরিবেশ দিবস , ভোট উৎসব , রক্তলোভ , ভাষা দিবস আরো অসংখ্য কবিতা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ।

 নদীয়া জেলার প্রথম কবি গোবিন্দ ধোয়ি পুরস্কার , সৃষ্টি সুধা পত্রিকার তরফ থেকে বিশেষ সম্মাননা , পাখনা পত্রিকার তরফ থেকে বিগত দুই বছর বইমেলায় বিশেষ সম্মাননা , রবির আলো নবদ্বীপ পত্রিকায় বিশেষ সম্মান এবং রানাঘাট বইমেলার তরফ থেকে বিশেষ সম্মাননা ।


গৌর সাহিত্য পত্রিকায় লেখা :: দুঃস্বপ্নের জয়গান , মৃত্যু , একাকী রাত , আকাঙ্ক্ষা এবং প্রজাতন্ত্র দিবস । কবি বিনয় মজুমদার