কবি জয়দীপ রায়চৌধুরী


 


কবি জয়দীপ রায়চৌধুরীর জন্ম ১১ই সেপ্টেম্বর,১৯৭৩ সাল।কলকাতার উল্টোডাঙা অঞ্চলে।বর্তমান বাসস্থান সল্টলেক। 

মাতা স্বর্গীয়া জোৎস্না রায়চৌধুরী,পিতা স্বর্গীয় দীপক রায়চৌধুরী।তার সহধর্মিণী সোমা রায়চৌধুরী।কবির আদি নিবাস টাকী সৈয়দপুর। কবি টাকীর জমিদার বাড়ির উত্তরসূরী।শৈশবকাল থেকেই কবিতা লেখার প্রতি আসক্তি।লিখেছেন বিবিধ পত্র পত্রিকায়।অব্যক্ত,বুলবুল,অক্ষরা,চেতনা,ভবিষ্যত,সাহিত্য রং বেরং,জলঙ্গী,অনুভূতি প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন কবিতা সংকলন,লবণ হ্রদ। তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ "দরদী" প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা,২০২২সালে।অন্যান্য একক কবিতার বই "সাহিত্যের দর্পণ ", "এক বিন্দু আলো"।তিনি বিবিধ কাব্য সংকলনে লিখেছেন।তিনি বহু সম্মাননার অধিকারী।কবি একজন দরদী মানুষ।