লেখক কুশল বর্মন
লেখক পরিচিতি
*কুশল বর্মন* ২৬শে ডিসেম্বর ২০০৪ সালে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত ধাপগঞ্জ সদানন্দ পাড়ায় জন্মগ্ৰহণ করেন। পিতা শ্রী অজিত কুমার বর্মন এবং মাতা শ্রীমতী বিমলা বর্মন। আমি দশম শ্রেণী পড়াকালীন বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত আশাপূর্ণা দেবীর "জ্ঞান চক্ষু" এবং একাদশ শ্রেণী পড়াকালীন বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের "কে বাঁচায় কে বাঁচে " গল্প দুটি পড়ে অনুপ্রাণিত হয়ে লেখালেখির প্রতি অনুরাগ জন্মায়। এরপর "শুভ্রতার শরৎ" কবিতাটি লেখার চেষ্টা করি এবং একটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় এবং সেটিই আমার প্রথম কবিতা। যাদের অনুপ্রেরণায় লেখালেখি শুরু তারা হলেন গৃহশিক্ষকা শ্রীমতী নন্দিনী গোস্বামী, বিদ্যালয়ের শিক্ষক শ্রী রাজীব দে রায় সহ আরও অনেকের কাছে। বর্তমানে একজন কলেজ শিক্ষার্থী । এছাড়াও গনিত বিষয়ের গৃহশিক্ষক ।
পত্র পত্রিকা: ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। প্রথম কবিতা প্রকাশ - "শুভ্রতার শরৎ" । এরপর যথাক্রমে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশ - জননী, শূন্য, The Fountain, অস্বচ্ছ জীবন, আমিই আমি, বন্ধুত্ব, আমার লেখা, তোমাকেই চাই, নেতাজী, পিতাই পৃথিবী ইত্যাদি। এছাড়াও বিভিন্ন সামাজিক বিরোধী ক্রিয়াকলাপের বিরুদ্ধে লেখা ।
ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাদের আশির্বাদ ও ভালোবাসা কামনা করছি।
Join the conversation