লেখক বিক্রম সরকার


                         লেখক পরিচিতি

 বিক্রম সরকার ১৯৯৮ সালে ৬ ই এপ্রিলে নিউ ব্যারাকপুর জন্ম গ্রহণ করে । তার মায়ের নাম শ্রীমতি ইতু সর্কার ও বাবা রতন সরকার। তারা এক ভাই এক বোন তিনি জ্যেষ্ট সন্তান ।

পড়াশুনা- তিনি পঞ্চম শ্রেণী তে ভরতি হোন লেনিনগর শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সে খান থেকে ই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫৬.৬ শতাংশ নংবর নিয়ে উত্তীর্ণ হন । পরবর্তিতে তিনি বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে সাম্মানিক সংস্কৃত নিয়ে পড়াশুনা করেন ।



লেখক জীবন - লেখকের লেখক জীবন শুরু হয় তার তুতো দাদা র হাত ধরে তার ইচ্ছা, অণুপ্রেরণা তেই তার লেখা লিখির জীবনে জড়িয়ে পড়া তারপর লেখা প্রথম ভ্রমনের অভিজ্ঞতা তাদের বিদ্যালয় পত্রিকা উত্তরন এ প্রথম স্থান পায় ও তা ভূয়সী প্রসংশা পায় 

উল্ল্যেখযোগ্য সাহিত্য কৃতি  - তিনি উত্তরন, দিশারী, ত্রিধা, মেঘ বালিকা, সুভাষিত, অন্তমিল, দেবী, সৃষ্টি কথা সংকলন, চারুলতা প্রভৃতি সংকল নে কলম ধরেছিলেন । ত্রিধা সংকলন টি চলতি বছরে ফেব্রুযারি মাসে কোল কাটা বই মেলায় প্রকাশ হয় সৌনীতা প্রকাশনী থেকে যা তাকে সম্মাননা এনে দিয়েছিল।

সম্মাননা- তিনি তার একক বই " বিক্রম রচনা সমগ্র "  টি র জন্য পান একক বই সম্মাননা, দেবী ও সৃষ্টি কথা সংকল্নের জন্য পেয়েছেন পুরস্কার, এছাড়া ও অনেক প্রকাশনী থেকে ই তিনি সাহিত্য কৃতির জন্য অনেক মেডেল ও সম্মাননা পত্র পেয়েছেন । সাম্প্রতিক কালেই তিনি তার প্রা ক্তন উচ্চ বিদ্যালয় থেকে সম্মাননা পেয়েছেন তার ঝুলি তে আছে অন্তক্ষরি প্রতিযোগীতা, কুইজ , তৎ ক্ষণিক বক্তব্য এর জন্য পুরস্কার।

পেশা  - তিনি পেশায় গৃহ শিক্ষক ও একটি প্রাইভেট্ কোম্পানি তে কাজ করেন ।

পদ- তিনি তার প্রাকতন্ বিদ্যালয় এর ছাত্র সংসদের সদ্স্য ও গৌর ডিজিটাল সাহিত্য পত্রিকার উপদেষ্টা মন্দলীর অন্যতম এই ই পত্রিকা তেই তার লেখা মহাপ্রভুর চপল গোপাল উদ্ধার প্রকাশিত হয় মানননিয় গোপেশ্ মন্ডল বাবুর সহায়তায় ।