কবি নিতাই মাইতি
নিতাই মাইতি
কবি পরিচিতি
আমি ডঃ নিতাই মাইতি গ্রাম্য পরিবেশে প্রকৃতির কোলে বড় হয়েছি । কাঁথি শহর থেকে ২০ কিমি দূরে বহলিয়া গ্রামে আমি বসবাস করি । আমি ১৯৭২ সালের ৪ নভেম্বর এই পৃথিবীর আলো প্রথম দেখেছিলাম । আমার পিতার নাম স্বর্গত মৃত্যুঞ্জয় মাইতি আর আমার মমতাময়ী মায়ের নাম স্বগর্তা যমুনা মাইতি ।
প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে বলাগেড়িয়া হাই স্কুল,এরপর বালিঘাই ফকির দাস হাই স্কুল ও পরে ঝাড়গ্রাম আই টি আই কলেজ ও পরে নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অর্নাস পাশ করার পর কোম্পানি চাকরিতে নিযুক্ত হই ।কয়েক বছর পর কোম্পানিটি বন্ধ হয়ে যায় । বর্তমানে কাঁথি গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাই মাদ্রাসায়(উঃ মা)বৃত্তিমূলক শাখায় শিক্ষকতার কাজে নিযুক্ত আছি । ছোট বেলা থেকেই আমার লেখালেখি শুরু । আমার প্রথম কাব্যগ্রন্থ "কাশফুলের হাসি," ও দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম "ভোরের আলো" ।
তাছাড়া অনেক গুলো পত্রিকায় আমি নিয়মিত লিখে চলেছি । যেমন মুক্ত বলাকা সাহিত্য পত্রিকা, নীরব কথা সাহিত্য পত্রিকা, জোনাকি সাহিত্য পত্রিকা, মরীচিকা সাহিত্য পত্রিকা,আলোর দিশা সাহিত্য পত্রিকা ইত্যাদি । আমি মধুশ্রী সাহিত্য সম্মান, কল্পতরু সাহিত্য সম্মান, নজরুল সাহিত্য সম্মান ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছি । তাছাড়া বিভিন্ন ক্লাব ও স্কুল কলেজ আমাকে কবি হিসেবে সম্মান জানিয়েছে ।আরো অনেক সম্মানে ও ভূষিত হয়েছি ।
পাঠকদের শুভেচ্ছা ও আশীর্বাদে আরো কাব্যগ্রন্থ প্রকাশ করার ইচ্ছা আছে । সমস্ত সুহৃদয় পাঠকবর্গকে বলছি ,আপনারা সবাই ভালো থাকবেন,ও সাহিত্য চর্চায় থাকবেন । বাংলা ভাষাকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষার মর্যাদা দান করার জন্য প্রানপণ লড়াই করে যাবেন । বাংলা ভাষার মতো এত মাধুর্য্যময় প্রানের ভাষা বোধহয় আর নেই ।তাই বাংলা ভাষা আর বাংলা সাহিত্য হোক বাঙ্গালীর জীবন সাধনার শ্রেষ্ঠ সম্পদ । নমস্কার ।
Join the conversation