লেখক প্রবাল সেন
লেখক পরিচিতি
প্রবাল সেন - জন্ম দেশের রাজধানী দিল্লি ১৯৪৮ সনে। ছোটবেলা থেকে বড়ো হয়ে ওঠা এবং পড়া শোনা সবই বাঙালি পরিবেশে । চাকুরী জীবন শুরু হয় মীরাট শহরে । কর্ম উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গমন ও থাকা । সেই সব স্থানের মানুষজনের সঙ্গে পরিচয় এবং বিভিন্ন দর্শনীয় স্থানে পরিভ্রমণ কে পাথেয় করে আমার সাহিত্য জগতে প্রবেশ । মূলত ভ্রমণ কাহিনী লিখলেও গল্প, জীবনী এবং স্মৃতি চারণ নিয়েও লেখালেখি করে থাকি ।
পেশা ভিন্ন হলেও নেশা আমার দেশ বিদেশ দেখা । বর্তমানে হুগলির মহকুমা শহর চন্দননগরে পাকাপাকি ভাবে থাকা হয়।
Join the conversation