কবি হরবোলা সুনীল আদক
হরবোলা সুনীল আদক
বর্তমানে 7M MG রোড কলকাতা 63 ঠাকুরপুকুর।১৯৪৭ সাল ১লা জানুয়ারি। পিতা স্বর্গীয় বিনয় কৃষ্ণ আদক। মাতা স্বর্গীয় বিনোদিনী আদক। অবসরপ্রাপ্ত শিক্ষক টাউন স্কুল। কলকাতা ।
হরবোলার স্বরযন্ত্র ও পুতুল নাচের ইতিবৃত্ত প্রকাশিত। পশ্চিমবঙ্গের ১৩ টি জেলায় সরকারি গ্রন্থাগারে বই আছে। এছাড়া জাতীয় গ্রন্থাগারে ও বিশ্ববিদ্যালয় বইগুলি স্বীকৃতি পেয়েছে।
উল্লেখযোগ্য কবিতা অথবা ছড়া- ভুতুড়ে বাড়ি, দুর্গা পুজো, মায়ের স্নেহ, মা হারা, পুতুল আমার প্রাণ, ভুতুড়ে বাড়ি, ঈদ মোবারক, জয়নগরের মোয়া ইত্যাদি।
আজকের এ সময়, আবৃত্তি শিল্পী সংস্থা, ভ্রাতৃসংস্থা সব পেয়েছির আসর প্রভৃতি থেকে সম্মাননা। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় যুক্ত সত্যলোক, জোনাকি, হাওড়া বার্তা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা, প্রগতি পত্রিকা, আন্তর্জাতিক আমার ভারত, সন্ধ্যা তারা, মুক্ত চিন্তা ,মুক্ত বলাকা, ময়ূরপঙ্খী ,দুর্বার কলম ,কাব্য সমাহার ,বুলবুল, বিশ্ববাংলা ,কবিতা বিশ্ব জননী বাংলা পত্রিকা, উন্মুখ পত্রিকা, পদাতিক প্রভৃতি।
আমার বাংলা, চাষীর আনন্দ । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
Join the conversation