কবি সঞ্জয় ব্যানার্জী


                   

                          কবি পরিচিতি 


আমার নাম সঞ্জয় ব্যানার্জী।পিতা ও মাতার নাম যথাক্রমে স্বর্গীয় কানাই ব্যানার্জী ও মাতা স্বর্গীয়া নিলীমা ব্যানার্জী
আমার জন্য স্থান হুগলী শহরে ৬ই এপ্রিল ১৯৬৬ সালে।
লেখাপড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে ইতিহাসে অর্নাস সহ মাষ্টার ডিগ্রি।
আমি এখন কর্মজীবন থেকে অবসর নিয়েছি।কোলকাতার এক নামী বেসরকারি কোং থেকে।
এখন আমি হুগলীর সদর মহোকুমা শহর চুঁচুড়ার বাসিন্দা।
ওখানে আমার নিজস্ব আবাসনে আমি ও আমার স্ত্রী বর্তমানে থাকি।
সাহিত্য জীবনে প্রচুর সন্মান পেয়েছি।কবিতা,গল্প ও উপন্যাস লিখে বিভিন্ন প্রকাশনার থেকে মানপত্র ও মেমেন্টো,মেডেল লাভ করেছি।
এখন আমি অন্ লাইনে বেশিরভাগ সময় কবিতা লিখি।
খবরের কাগজের পাতাতেও বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ লিখি।
এই ভাবেই এখন সাহিত্য চর্চার মাধ্যমে সময় কাটে।