কবি দীপঙ্কর বৈদ্য
কবি পরিচিতি
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি অঞ্চলে হালদার পাড়া গ্রামের শ্রী স্বপন বৈদ্য ও শ্রীমতী অলোকা বৈদ্য-র কনিষ্ঠ সন্তান দীপঙ্কর বৈদ্য। জন্ম - ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর। দাদা - ছড়াকার ও প্রচ্ছদ শিল্পী শুভঙ্কর বৈদ্য।
শিক্ষাগত যোগ্যতাঃ- শৈশবের পড়াশোনা চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। পরে মাধ্যমিক ২০১৪ সালে এবং উচ্চমাধ্যমিক ২০১৬ সালে চম্পাহাটি নীলমণি কর বিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সুশীল কর কলেজ থেকে বাংলায় সাম্মানিক স্নাতক ২০১৯ সালে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ২০২২ সালে।
পত্র-পত্রিকাঃ- ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। প্রথম কবিতা 'পুজোর মজা' প্রকাশ পায় - কলেজের 'বিকচ' নামক দেয়াল পত্রিকায় ২০১৬ সালে। তারপর যথাক্রমে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ - 'অতিক্রমণ', 'ব-দ্বীপ বার্তা', 'আভাতি', 'বনবর্তিকা', 'শপথ', 'ইদানীং কাছাকাছি', 'কৃষ্টি মন', 'বসুধাবীথি', 'সূর্যকিরণ', 'সাপলুডো', 'বৈশাখী', 'ঋদ্ধি', 'কথা হোক দু-এক কথায়', 'সাগ্নিক', 'নবাগত সাহিত্য পত্রিকা', 'সাহিত্য সৈনিক', 'রবি মনন', 'উদ্গম', 'সত্য সাহিত্য পাতা', 'সম্বিত', 'আলোর ফুলকি', 'সোনালি স্বপ্ন', 'পরিচয় শিশু সাহিত্য', 'মুক্তি', 'উৎসব সংখ্যা', 'অরুণালোক সাহিত্য পত্রিকা', 'ত্রিপুরা বিবর্তন', 'নবপ্রভাত', 'মায়ের আগমনী', 'খবর সোজাসুজি', 'প্রতিভা সন্ধানে', 'গৌরী বার্তা', 'উদার আকাশ', 'আলপথ', 'বঙ্গদর্পণ', 'ডিঙি', 'দৃক', 'টিকর ভূমে সবুজ পাতা', 'খুশি', 'এক পশলা বৃষ্টি', 'গৌর সাহিত্য পত্রিকা', 'পানসি', 'রেনেসাঁস', 'সুচেতনা', 'টংলক', 'উত্তরের আহ্বান', 'সমাজ ধারা', 'কিশলয়', 'মিছিল', 'সুখবর', 'মরীচিকা সাহিত্য পত্রিকা'। এছাড়া 'কবিতার সময় কাল', 'বাসনাবিলাসী', 'সূর্যরশ্মি', 'বৈশ্বানস', 'মনময়ূরী', 'ইতিহাস ও সাহিত্যের আলোকে প্রতিবন্ধকতা', 'রেশমঝাঁপি', 'আর জি কর এক অন্য জাগরণ', 'ভালোবাসার শ্রেষ্ঠ কবিতা' সংকলনে।
গবেষণাধর্মী প্রবন্ধঃ- আন্তর্জাতিক আলোচনাচক্রে অংশগ্রহণ ও গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে পাঁচটি। 'লোকসংস্কৃতির প্রেক্ষাপট', 'দ্বি-শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত ও বাংলা সাহিত্য-সমাজ-সংস্কৃতি', 'কবিতার প্রেক্ষাপট', 'সর্বোদয়া', ও 'ছোটগল্পের প্রেক্ষাপট' সংকলনে।
সম্মাননাঃ- রেশম ঝাঁপি ও ব্লুমস্ প্রকাশনীর স্মারক সম্মাননা ২০২২ ও ২০২৪ সালে। তেজস্বী সাহিত্য পত্রিকা স্মারক সম্মাননা ২০২৩ সালে। সোনারপুর বঙ্গ শিশুসাহিত্য অঙ্গন কর্তৃক 'কবিরত্ন স্মারক সম্মান' ২০২৩ সালে। ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনে চাম্পাহাটী বান্ধব সমিতি কর্তৃক 'শারদ সম্মান' ২০২৩ সালে। নিউজ কলকাতা পরিবার কর্তৃক 'News কলকাতা জনকণ্ঠ' স্মারক সম্মান ২০২৩ সালে। অরুণালোক সাহিত্য পত্রিকা কর্তৃক 'অরুণালোক সম্মাননা' ২০২৩ সালে। 'কবি গৌরীদেবী স্মৃতি সাহিত্য অভিজ্ঞানপত্র' ২০২৪ সালে। প্রতিভা সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কর্তৃক 'নজরুল স্মৃতি স্মারক সম্মান' ২০২৪ সালে। সোনারপুর বঙ্গ শিশুসাহিত্য অঙ্গন কর্তৃক 'সোনালি স্বপ্ন স্মারক সম্মান' ২০২৪ সালে (রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক সুনির্মল চক্রবর্তী মহাশয়ের থেকে প্রাপ্ত)। লক্ষ্মীকান্তপুর মিছিল সাহিত্য পত্রিকা কর্তৃক 'শরৎচন্দ্র স্মারক সম্মাননা' ২০২৫ সালে। মরীচিকা সাহিত্য পত্রিকা কর্তৃক 'মরীচিকা সাহিত্য সম্মাননা' ২০২৫ সালে (সাহিত্যিক অজিতেশ নাগ মহাশয়ের থেকে প্রাপ্ত)।
পত্রিকা সম্পাদনাঃ- বারুইপুরের চম্পাহাটি থেকে প্রকাশিত 'কথা হোক দু-এক কথায়' (২০২২ আত্মপ্রকাশ) ও 'সাহিত্য সৈনিক' (২০২৩ আত্মপ্রকাশ) এবং ডায়মন্ডহারবার রোডের বিষ্ণুপুর থেকে প্রকাশিত 'আভাতি' (১৯৬১ আত্মপ্রকাশ) গণমুখী সাহিত্য পত্রিকার সহ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত।
প্রকাশিত গ্রন্থঃ- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - 'মুখোমুখি আকাশের নীচে' (২০২২) এবং দুটি ছড়াগ্রন্থ - 'ছড়ার জীবন' (২০২৩) ও 'ফুল ফোটানো ধ্যানুষ' (২০২৫)।
গ্রন্থ সম্পাদনাঃ- সাহিত্যিক অংশুদেবের সাথে যৌথভাবে 'আর জি কর এক অন্য জাগরণ' (২০২৫) কাব্য সংকলন।
সাংবাদিকতাঃ- দক্ষিণ চব্বিশ পরগনার 'ব-দ্বীপ বার্তা', 'অরণ্যদূত', 'আপনজন', 'সুখবর', পূর্ব মেদিনীপুরের 'প্রেক্ষাপট', পূর্ব বর্ধমানের 'খবর সোজাসুজি', এবং আসামের হাইলাকান্দির 'দৈনিক খবর আমাদের' খবরের কাগজেও সাহিত্য বিষয়ক রিপোর্ট প্রকাশ পেয়েছে।
প্রুফ রিডারঃ- সাহিত্যিক অংশুদেব ও আন্তর্জাতিক খ্যাতনামা সাহিত্যিক পৃথ্বীরাজ সেন সহ বহু লেখকের বইয়ের প্রুফ সংশোধনের কাজ করেছি।
নিজেকে শিল্পী নয় ; একজন সাহিত্যকর্মী, বলা ভালো 'সাহিত্য সৈনিক' মনে করি।
1 comment