কবি অনুপম বিশ্বাস


 

লেখক পরিচিতি- কবি, সাহিত্যিক, গীতিকার, প্রাবন্ধিক, সম্পাদক অনুপম বিশ্বাস ২৬শে আগস্ট ২০০৭ সালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে জন্মগ্রহণ করেন। মায়ের নাম শ্রীমতি লক্ষ্মী বিশ্বাস এবং বাবা শ্রী রামপ্রসাদ বিশ্বাস। ছোট ভাই অর্ঘ্য বিশ্বাস(মৃৎশিল্পী)। অনুপম বিশ্বাস পরিবারের জ্যেষ্ঠ সন্তান।

শিক্ষাগত যোগ্যতা-কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে ৮২% নম্বর পেয়ে পাশ করেন। বর্তমানে তিনি ওই বিদ্যালয়েই দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি আই টি কম্পিউটার সাইন্সে দক্ষ। এবং কম্পিউটার সাইন্স এর ডিপ্লোমা কোর্স করেছেন।

লেখক জীবন-লেখকের লেখক জীবন শুরু হয় যখন তখন তিনি তৃতীয় শ্রেণীর ছাত্র। খেলার ছলে লিখেছিলেন কবিতা"স্বপ্ন"। বর্তমানে লেখক লেখালেখির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। প্রথম লেখা প্রকাশিত হয় বর্ধমানের সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য পত্রিকার হাত ধরে, কবিতা "জাগো নবীন"। এবং সেখান থেকে তিনি প্রশংসা অর্জন করেন।

উল্লেখযোগ্য সাহিত্য কৃতি- তিনি সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য পত্রিকা, নব প্রভাত, বাংলাদেশের"ছড়ার পাতা"; "নতুন বউ", অস্ট্রেলিয়ার"প্রবাস পত্রিকা"; যুগশঙ্খ, প্রতিভা, বালুতট, ময়ূরপঙ্খী, রেনেসাঁস, কুহুতান সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। উল্লেখযোগ্য: লেখক রেনেসাঁস পত্রিকার সম্পাদকীয় এর নিয়মিত লেখক।

সম্মাননা-লেখক এই তরুণ জীবনে পেয়েছেন অনেক সম্মাননা, বিশেষভাবে বলা যায় যে,"সোনালী স্বপ্নস্রোত সাহিত্য কৃতি সম্মাননা"; "সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য কাব্য সম্মাননা"সহ একাধিক মেডেল। এ ছাড়া পেয়েছেন কাব্য সাথী পুরস্কার।

পেশা- বর্তমানে তিনি ছাত্র।

পদ- বাংলাদেশের উদয় জনকল্যাণ সংস্থার একজন সক্রিয় উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কবি। এছাড়াও গৌড় ডিজিটাল সাহিত্য পত্রিকার উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন। উদয় জনকল্যাণ সংস্থার হাত ধরে প্রকাশিত উদয়ন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে লেখকের লেখা। গৌড় ডিজিটাল সাহিত্য পত্রিকাতেও লেখা প্রকাশিত হয়েছে লেখকের।